১৯৮২ সালে বর্তমান বালাগঞ্জ,ফেন্সুগঞ্জ এবং রাজনগর থানা নিয়া সর্বপ্রথম বালাগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ফেন্সুগঞ্জ ও রাজনগর থানা পৃথক থানা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পর বর্তমান ওসমানীনগর থানা ও বালাগন্জ থানা এলাকা নিয়া এ থানার কার্যক্রম চলতে থাকে । বিগত ০৬/০২/২০০১ খ্রীঃ তারিখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব মোঃনাসিম আনুষ্ঠানিকভাবে ০৮ টি ইউনিয়ন নিয়ে ওসমানীনগর থানা উদ্বোধন করেন । ফলে বাকী ০৬ ইউনিয়ন নিয়ে বালাগন্জ থানার কার্যক্রম চলিতেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস